Tuesday, November 17, 2015





             
INGREDIENTS

3pounds small red new potatoes (about 24)
kosher salt and black pepper
8slices bacon
1/2cup mayonnaise
1/4cup sour cream
3tablespoons white wine vinegar

Saturday, October 3, 2015

                                                                                                                                                                                                                                                                                                                                                                     :                                                                                                                                           ...     মিষ্টি তৈরিতে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন উপকরণটি? সকলেই  স্বীকার করবেন ছানা। ঘরে ছানা না থাকলেও খুব সহজে মিষ্টি তৈরি করা সম্ভব,
 পাউরুটি দিয়ে তৈরি মিষ্টি
 পাউরুটি দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন অসাধারণ স্বাদের  মিষ্টি।   রেসিপিটি।
                                                      
উপকরণ:
৮ পিস পাউরুটি শক্ত অংশ কেটে ফেলা
– ৬ টেবিল চামচ ঘন দুধ
– ১ কাপ চিনিhttp://bit.ly/1KZ7k43
                                                                                                                                                                                                                                                                                                                                                                   মিষ্টি তৈরিতে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন উপকরণটি? সকলেই  স্বীকার করবেন ছানা। ঘরে ছানা না থাকলেও খুব সহজে মিষ্টি তৈরি করা সম্ভব,
 পাউরুটি দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন অসাধারণ স্বাদের  মিষ্টি।   রেসিপিটি।
                                                      
উপকরণ:
৮ পিস পাউরুটি শক্ত অংশ কেটে ফেলা
– ৬ টেবিল চামচ ঘন দুধ
– ১ কাপ চিনি

Monday, September 28, 2015

চিংড়ির কাটলেট


চিংড়ি
২ কাপকাঁচামরিচ,কুচি/ চা চা
আদা,বাটা/ চা চাপুদিনাপাতা,কুচি১ চা. চা
মরিচ,বাটা/ চা চাডিম১ টি
             
                                             বার্গার স্টেক


ছয়জনের জন্য পরিবেশন
উপকরণ: গরু বা খাসির মাংস আধা কেজি, কাঁচামরিচ কুচি আধা টেবিল-চামচের একটু বেশি, আদা বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতা ৪-৫টা, গোলমরিচ ছেঁচা ২-৩টা, কাবাব মসলা

Sunday, September 27, 2015



 টক-ঝাল থাই স্যুপ
                           




   





উপকরণ: মুরগির স্টক ৮ কাপ,
 চিংড়ি (লেজসহ) আধা কাপ,
 মুরগি (ছোট টুকরো) ১ কাপ
 পাতলা ও গোল করে কাটা গাজর ১ কাপ,
 কাঁচামরিচ ৩-৪টি (ফালি করা),
 থাই গ্রাস ৪-৫টি, চিলি সস ২ টেবিল-চামচ,
 টমেটো সস ২ টেবিল-চামচ,


পেঁয়াজ স্লাইস১কাপমাস্টার্ড সস১ চা চা
মাখন২টে.চাপাউরুটি২স্লাইস
পনির, কুরানো৫টে.চালবণ
১। সসপ্যানো মাখন গালাও। পেঁয়াজ দিয়ে মৃদু আঁচে বাদামি রং করে ভাজ।

     
কচি মোরগ১টিদারচিনি,২সে.মি১টুকরা
আদা, বাটা/ চা. চা.লবঙ্গ১টি
পেঁয়াজ, বাটা             ২চা চালবণ, স্বাদ অনুযায়ী
হলুদ, বাটা/ চা. চা.ঘি বা তেল১টে.চা
এলাচ৩টা পেঁয়াজ, কুচি

Thursday, August 27, 2015

    চিকেন চিজ পিজা             কী কী লাগবে-

চিকেন ব্রেস্ট কাটলেট-৩টে

Saturday, August 15, 2015

                                          বিফস্টক

                                                   থাই সুপ

                                            চিকেন কর্ণ সুপ  
      
    kacha-mango       মৌসুম কাঁচা আমের টক, ঝাল অথবা মিষ্টি। সালাদ বা  যেভাবে খুশি খেতে পারেন। দেখে নিন   রান্নাগুলো।
       icecream                কাঠফাটা রোদে আইসক্রিম কিনতে বাইরে বের হওয়ার দরকার নেই। ঘরেই বানানো যাবে মজাদার আইসক্রিম। দেখুন নাসরিন আলমের দেওয়া আইসক্রিম তৈরির প্রণালি।

Thursday, August 13, 2015

   কাচ্চি বিরিয়ানি     উপকরণ : খাসির মাংস ২ কেজি, পোলাওয়ের চাল ১ কেজি, ঘি ২৫০ গ্রাম, আলু আধা কেজি, পেঁয়াজের বেরেস্তা এক কাপ, দারুচিনি ৮-১০ টুকরো, এলাচ ১০-১২টি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া (দারুচিনি,
kahna          নবাবি বিরিয়ানি
উপকরণ: খাসির মাংস ২ কেজি, এলাচ ৬টি, লবঙ্গ ৫-৬টি, আনারসের রস ২ টেবিল চামচ, রসুনের রস ১ টেবিল চামচ, তেজপাতা ৪টি, পেঁয়াজের রস ২ টেবিল চামচ, দারচিনি ৬ টুকরা, জাফরান

Thursday, July 16, 2015

   sa_chefs_spcl19-6-15    রোস্টেড টার্কি উইথ চাইনিজ় গ্রিন ভেজিটেবল
http://banglarecipes11.blogspot.com/
উপকরণ: টার্কি ১টা, সাদা তেল ৩ টেবল চামচ, চিকেন স্টক ২০০ মিলি, নুন স্বাদমতো, মিক্সড সবজি ১ কাপ (টুকরো করে কাটা)। সস বানানোর জন্যে: সাদা তেল ১০০ মিলি, রসুন ২ টেবল চামচ (কুচানো), চিকেন স্টক ২০০ মিলি, নুন স্বাদমতো, চিনি ১চা-চামচ, শামরিচগুঁড়ো ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, তিলের তেল ২ চা-চামচ, রাইস ওয়াইন ১ চা-চামচ, চাইনিজ় ক্যাবেজ ১ কাপ (ডুমো করে কাটা), বেবিকর্ন ২ টেবল চামচ (ডুমো করে কাটা

        SAM_1116      উপকরণ

মুরগির মাংস ২ কেজি – পছন্দসই টুকরো করে নেবেন (হাতে সময় থাকলে হালকা ভেজে নিতে পারেন)
আলু- ১/২ কেজি (টুকরো করে ভেজে নেয়া)
পেঁয়াজ বেরেশ্তা- মেজারিং কাপের দেড় কাপ (বেরেশ্তা করা না থাকলে কাঁচা পেঁয়াজ ভেজে নেবেন। সেক্ষেত্রে ১০ মিনিট সময় বেশী লাগবে)

 Basbousa   উপকরণঃ

ডোয়ের জন্য
– ১ কাপ দই
– ১ কাপ চিনি
– ১ টি কমলার খোসা কোরানো
– ১ কাপ ময়দা
– ১ কাপ সুজি
– আধা কাপ কোরানো নারকেল
– আধা কাপ তেল
– ৩ টি ডিম
11027446_1148406691842759_8342742180164141697_n        উপকরণ
দুধ ১ লিটার
লেবুর রস ৩/৪ টে চামচ
ময়দা হাফ চা চামচ
কর্ণ ফ্লাওয়ার ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগ
বেকিং পাউডার ১ চিমটি
শিরার জন্য লাগবে

Monday, June 29, 2015

       যা যা লাগবে :
চালের জন্য : 
  • বাসমতি বা যেকোনো সুগন্ধি চাল ২ কাপ 
  • দারচিনি ১ টি 
  • লবন ১/২ চা চামচ 
  • লবঙ্গ ৪/৫ টি 
  • এলাচ ৪/৫ টি 
১ লিটার পানি গরম করে তাতে আস্ত
        দক্ষিন ভারতীও স্টাইলে নারকেল দুধে চিংড়ি ভুনা ।  
তৈরি করতে যা লাগবে
        উপকরণঃ
       একটানা ঝাল গরুর মাংশ খেতে খেতে একঘেয়ে লাগলে মজার একটি স্টেক বানিয়ে ফেলুন !!! একদম ইতালিয়ান রেস্টুরেন্ট স্টাইলে !!
বিফ পিজাইয়োলা 
যা যা লাগবে :
          যা লাগবে
            দুপুরে বা রাতের খাবারে খুব ঝটপট কিছু বানাতে চাইলে খুব সহজ এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন।
যা লাগবেঃ 
          -মুরগি ১ টা ছোট পিস করে কাটা
        যা যা লাগবেঃ
       যা লাগবেঃ
           উপকরণ:
৮৫ গ্রাম জেলি পাউডার স্ট্রোবেরী ফ্লেভার
৮৫ গ্রাম জেলি পাউডার লেমন ফ্লেভার
৮৫ গ্রাম জেলি পাউডার অরেঞ্জ ফ্লেভার
৮৫ গ্রাম জেলি পাউডার ম্যানগো ফ্লেভার
৮৫ গ্রাম জেলি পাউডার ব্লুবেরী ফ্লেভার
(*** অবশ্যই হালাল কিনা দেখে

Saturday, June 27, 2015

        উপাদানঃ
        যা যা লাগবেঃ
         সস বানাতে যা যা লাগবে 
        উপকরণঃ
      উপকরণ
        অনেকে আছেন হালুয়া খেতে চান কিন্তু সময়ের অভাবে বানাতে পারেন না। তাদের জন্য ঝটপট এই হালুয়ার রেসিপি ।
প্রণালিঃ
            ঈদ এ পুডিং কম বেশি সবাই করি এবার একটু ভিন্ন ভাবে করে দেখতে পারেন।
যা যা লাগবে

Wednesday, June 24, 2015

          সাতকড়া দিয়ে মাংস ভুনা করতে যা লাগবেঃ

- গরুর মাংস / খাসির মাংস ১ কেজি
- সাতকড়া ২ চাক একদম ছোট টুকরা করা
-পেঁয়াজ কুচি ২ কাপ
-পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
-রসুন বাটা ১ টেবিল চামচ
-আদা বাটা ২ টেবিল চামচ
-হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মিলে ১ চা চামচ
-গরম মশলা গুঁড়া ২ চা চামচ
-জিরা বাটা ১ চা চামচ
-তেজপাতা লবঙ্গ দারচিনি কয়েক টুকরা
-লবণ স্বাদমত
-তেল হাফ কাপ

এই মাংস রান্না কষিয়ে করতে পারেন আবার সব কিছু মেখেও করতে পারেন। আমি দুই ভাবেই রান্না করি তবে এই রান্নাটা আমি কষিয়ে করেছি। 
প্রথমে হাড়িতে তেল দিয়ে তেল গরম হলে এতে তেজপাতা লবঙ্গ দারচিনি দিন। এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া ,গরম মশলা গুঁড়া ,জিরা বাটা
দিয়ে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন। তাড়াহুড়া করবেন না। মশলা সময় নিয়ে কষাতে হবে। এবার মাংস দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন আরো ২০ মিনিট। এখন সাতকড়া একদম ছোট টুকরা করা কষানো মাংসতে দিন। এখন মাংসতে ১ কাপ গরম পানি কম আঁচে রান্না করুন আরো ৪০ মিনিট।

৪০ মিনিট রান্না করার পর মাংস টা নরম হয়ে সুন্দর কষানো হবে। তেল উপরে উঠে আসলেই বুঝবেন হয়ে গেছে। সুন্দর একটা লেবুর গন্ধ পাবেন মাংস থেকে। ভাতের সাথে খেয়ে দেখুন অনেক মজা।recipe ,recipes bangla recipes vegetarian recipes ,healthy recipes,indian recipeshttp://banglarecipes11.blogspot.com/2015/06/blog-post_40.htm
      লাঞ্চ বা ডিনারে মেক্সিকান স্বাদ !!! মেক্সিকান বিন রাইস।
যা লাগবেঃ
        যা লাগবে:
-মুরগির রানের পিস ২ টা
         উপাদানঃ
হোয়াইট সসের জন্য,
-১ টে চা বাটার
-১/২ টে চা ময়দা
-৩/৪ কাপ মিল্ক
-স্বাদমতো লবণ
         ইন্দোনেশিয়ান বালিনিজ চিকেন এর সাথে পরিবেশন করতে পারেন সিম্পল রাইস অথবা পোলাও আর রাখুন টমেটো পেঁয়াজ দিয়ে সালাদ। ইজি লাঞ্চ ..টেনসন ফ্রি আপনি!
যা লাগবেঃ
       যা লাগবে:
            যা লাগবে

Friday, June 19, 2015

     f    উপকরনঃ

    শুঁটকি মাছ- ১০০ গ্রাম (ছুরি শুঁটকি বা লইট্টা শুঁটকি)
    রসুনকুচি- ২ টেবিল চামচ
    পেঁয়াজকুচি- ১/৪ কাপ
    টমেটোকুচি - ১/৪ কাপ
    কাঁচামরিচ - ৩-৪ টা
    লাল মরিচ গুঁড়া - ১/২ চা চামচ
    হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
    জিরা গুঁড়া- ১/৪ চা চামচ
    ধনিয়া গুঁড়া- ১/৪ চা চামচ
    তেল- ৪ টেবিল চামচ
    লবন- ১/২ চা চামচ বা স্বাদমত
    ধনেপাতাকুচি - ১ টেবিল চামচ

প্রণালীঃ

    শুঁটকি মাছ ৩-৪ মিনিট টেলে নিয়ে পানিতে ৩-৪ মিনিট সিদ্ধ করে নিন।
    ছাঁকনি দিয়ে পানি ছেঁকে ফেলে মাছগুলো হাত দিয়ে ভেঙ্গে দিন। চাইলে বড় কাঁটা নিয়ে ফেলতে পারেন।
    এবার প্যানে তেল গরম করে রসুনকুচি দিয়ে কিছুক্ষন ভাজুন। তারপর পেঁয়াজকুচি দিয়ে ভাজতে থাকুন।
    পেঁয়াজ নরম হয়ে আসলে টমেটোকুচি, আস্ত কাঁচামরিচ, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া ও লবন দিয়ে তেল উঠে আসা পর্যন্ত কষাতে থাকুন।
    কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষন নাড়ুন। তারপর অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন।
    ৫ মিনিট পর ঢাকনা খুলে কিছুক্ষন নাড়ুন। পানি শুকিয়ে আসলে ধনেপাতা কুচি ছড়িয়ে চুলা বন্ধ করে দিন।
    সাদা ভাত বা খিছুড়ির সাথে পরিবেশন করুন শুঁটকি ভুনা।
        উপকরণঃ

    দুধ - ৪ কাপ
    ডিম - ৪টি
    চিনি- ৬ টেবিল চামচ + ২ টেবিল চামচ

পদ্ধতি ঃ

    ৪ কাপ দুধকে ফুটিয়ে ২ কাপ করে ঠান্ডা করুন।
    একটি প্যানে ২ টেবিল চামচ চিনি এবং ১ টেবিল চামচ পানি যোগ করে মাঝারি তাপে ক্যারামেল তৈরি করুন । ক্যারামেল তৈরি হলে চুলা থেকে দ্রুত সরিয়ে নিয়ে যে পাত্রে পুডিং তৈরি করবেন (বেকিং প্যান) সে পাত্রে ক্যারামেল ঢেলে দিন। এরপর ক্যারামেল একপাশে ঠান্ডা হতে রাখুন।
    এবার ব্লেন্ডারে ডিম, চিনি এবং দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। (মিশ্রণ তৈরি করতে হ্যান্ড মিক্সারও ব্যবহার করতে পারেন) এরপর মিশ্রণটি ক্যারামেল করে রাখা বেকিং প্যানে ঢেলে দিন। (ডিমের মিশ্রণটি ক্যারামেলের উপর ঢালার আগে দেখে নিন ক্যারামেল পুরোপুরি ঠাণ্ডা হয়েছে কিনা, নাহলে তা ডিমের মিশ্রনের সাথে মিশে যাবে এবং পুডিং এর উপর ক্যারামেলের স্তরটি থাকবে না।)
    আপনি চুলায় অথবা ওভেনে আপনার পুডিং তৈরি করতে পারেন।
    ***চুলায় তৈরির পদ্ধতিঃ আপনার পুডিং প্যানটি বসানো যায় মতো এমন একটি পর্যাপ্ত বড় সসপ্যান নিন এবং এতে ফুটন্ত পানি নিন (সসপ্যানে ততটুকু পরিমান পানি নিন যতটুকু পানির মাঝে আপনার পুডিং প্যানটি বসালে প্যানটির অর্ধেক মত পানিতে ডুবে থাকবে এবং প্যান পানিতে ভাসবে না। প্যান পানির মাঝে সঠিক ভাবে বসানোর জন্য আপনি চাইলে একটি স্ট্যান্ড ব্যবহার করতে পারেন।)  এবার পুডিং প্যানটি সসপ্যানের মাঝে বসিয়ে দুটি প্যানই ঢেকে দিন এবং মাঝারি তাপে ৪০-৪৫ মিনিট চুলায় রাখুন। ( মাঝে মাঝে সস প্যানের পানি দেখে নিন। প্রয়োজনে আরো পানি যোগ করুন।)
    ***ওভেনে তৈরির পদ্ধতিঃ আপনি যদি ওভেনে পুডিং তৈরি করতে চান তাহলে ওভেন ৩৫০ ফা এ প্রীহিট করে নিন। এখন পুডিং প্যানের চেয়ে বড় একটি প্যান নিন এবং এতে ফুটন্ত পানি নিন (প্যানে ততটুকু পরিমান পানি নিন যতটুকু পানির মাঝে আপনার পুডিং প্যানটি বসালে প্যানটির অর্ধেক মত পানিতে ডুবে থাকবে এবং প্যান পানিতে ভাসবে না।) এখন পুডিং প্যানটি বড় প্যানে বসিয়ে দুটি প্যানই ঢেকে দিন এবং ওভেনে ৪৫-৬০ মিনিটমত বেক করুন।
    একটি ছুরি দিয়ে পুডিং হয়েছে কিনা দেখুন। ছুরির মাথা পুডিং এর মাঝে হাল্কা করে ঢোকান; যদি ছুরিটির মাথা পরিষ্কার বের হয়ে আসে, তাহলে পুডিং তৈরি হয়ে গেছে। আর যদি ছুরিতে আঠালো ডিমের মিশ্রন লেগে থাকে তাহলে পুডিংটি আরও ৫-১০ মিনিটের জন্য চুলায় বা ওভেনে রেখে দিন এবং একই ভাবে ছুরি দিয়ে পরীক্ষা করুন।
    পুডিং তৈরি হয়ে গেলে তা ঠাণ্ডা করে নিন । তারপর সাবধানে প্যানের প্রান্ত বরাবর পুরো পুডিং এর চারপাশে ছুরি দিয়ে পুডিংটি আলাদা করে নিন। তারপর প্যানের উপর একটি প্লেট বসিয়ে প্যানটি প্লেটটির উপর উল্টিয়ে পুডিংটি প্লেটে নিয়ে নিন।
    পুডিংটি পছন্দমত আকারে কেটে পরিবেশন করুন।
       উপকরনঃ

    ডিম- ৪টি
    ময়দা-১. ৫ কাপ
    চিনি-১ কাপ
    বেকিং পাউডার-১ চা চামচ
    ,গুঁড়া দুধ-২ টেবিল চামচ
    দুধ-১ কাপ
    তেল- ৩/৪ কাপ
    ঘী-১/৪  চা চামচ
    লবন-১/৪ চা চামচ
    ভানিলা-১ চা চামচ
    এলাচের গুঁড়া -১/২ চা চামচ
     এলমণ্ড-৩/৪ টি ( কুচানো)
    তেল- ব্রাশ করার জন্য

প্রণালীঃ

    ময়দা,গুঁড়া দুধ,বেকিং পাউডার ,এলাচ গুড়া একটা পাত্রে নিয়ে ভালভাবে মিশাতে হবে।
    অন্য একটি পাত্রে ডিম ভালভাবে ফেটে নিন। তারপর দুধ,তেল,চিনি,ঘী, ভ্যানিলা, লবন আবার ভালকরে ফেটাতে হবে। এই ফেটানো মিশ্রণটিতে অল্প অল্প করে ময়দার মিশ্রণ  দিয়ে ভালভাবে মেশান।
    ৩৭৫ ডিগ্রি ফারেনহাইট বা ১৯০ ডিগ্রি তাপমাত্রায় ওভেন প্রিহিট করুন ।বেকিং প্যানে তেল ব্রাশ করে মিশ্রণটি ঢেলে দিন।মিশ্রণটির উপর এলমণ্ড কুঁচি ছড়িয়ে দিন।
    এখন পাত্রটি ওভেনে দিয়ে ৩০-৪০ মিনিট বেক করুন। ভাল ফলাফলের জন্য ২৫ মিনিট পর চামচ কেক এর ভিতর দিয়ে বের করে যদি দেখেন যে চামচ পরিষ্কার আছে তাহলে কেক হয়ে গেছে।
    ওভেন থেকে কেক বের করে ঠাণ্ডা করে পরিবেশন করুন ।

Thursday, June 18, 2015

jhal-khichuri          বর্ষার এই সময়ে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে সকলেই এক পায়ে খাড়া। ভাবছেন কি ধরণের খাবার রাঁধবেন? আজকে জেনে নিন চিকেন খিচুড়ির একটু ভিন্ন স্টাইল। একেবারেই নতুন স্বাদের এই খাবারটি সকলেরই বেশ পছন্দ হবে।

উপকরণঃ

- ১ টি মুরগী কেটে পিস করে নেয়া
- ৩ কাপ পোলাওয়ের চাল
- ২ কাপ ডাল (মুগ/মসুর/বুট একসাথে মেশানো হলে ভালো হয়, নতুবা যে কোনো একটি)
- তেল আধা কাপ
- ১ চা চামচ আদা কুচি
- ২ টেবিল চামচ রসুন কুচি
- ২ টি তেজপাতা
- ৭ কাপ গরম পানি
- দেড় কাপ পেঁয়াজ কুচি
- ১০ টি কাঁচামরিচ (ঝাল অনুযায়ী)
3205kesarpistakulfirecipe          প্রচণ্ড গরমে স্বস্তি পেতে সকলেই ঠাণ্ডা জাতীয় কিছু খোঁজেন। আইসক্রিম বা কুলফির গরম থেকে স্বস্তি দিতে জুড়ি নেই। তাই ঘরেই তৈরি করে ফেলুন অত্যন্ত সুস্বাদু মালাই কুলফি।

উপকরণ:

- ১ লিটার দুধ

- ৩-৪ টেবিল চামচ ক্রিম (মালাই ব্যবহার করতে পারেন)

- আধা কাপ চিনি

- ৩-৪ টি এলাচ দানার গুঁড়ো

- প্রয়োজন মতো পেস্তা বাদাম কুচি (ইচ্ছা)

- প্রয়োজন মতো কাজু বাদাম কুচি (ইচ্ছা)

- জাফরান (জাফরান শুধুমাত্র রঙ এবং ফ্লেভারের জন্য দেয়া, আপি ইচ্ছে হলে নিজের পছন্দের ফ্লেভার যোগ করতে পারেন)

পদ্ধতি:

- প্রথমে একটি প্যানে দুধ দিয়ে বেশি আঁচে নেড়ে ফুটিয়ে নিন। এরপর জাফরান দিতে চাইলে একটু দুধ তুলে জাফরান গুলে রাখুন আলাদা করে। এবং প্যানে ক্রিম বা মালাই দিয়ে দিন।

- ২০ মিনিট বা তার বেশি সময় ভালো করে নেড়ে নেড়ে দুধ ঘন করতে থাকুন। এরপর দুধ শুকিয়ে অর্ধেকটা হয়ে এলে ফ্লেভার দিন, চিনি এবং বাদাম কুচি দিয়ে আরও ৫ মিনিট জ্বাল দিয়ে নিন।

- এরপর মিশ্রণ নামিয়ে ঠাণ্ডা হতে দিন। সাধারণ তাপমাত্রায় এলে কুলফি মোল্ড বা নিজের পছন্দের মোল্ডে ঢেলে ফ্রিজে রেখে সেট হতে দিন।

- মাঝে খানিকক্ষণ সেট হয়ে গেলে ভেতরে কাঠি ঢুকিয়ে নিন এবং পুরোপুরি সেট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

- ব্যস, এবার ফ্রিজ থেকে কুলফি বের করে মোল্ড থেকে বের করে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা অসাধারণ স্বাদের মালাই কুলফি।
   5677       আজকের রেসিপি রাইস কাটলেট। আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার এই রেসিপিটি।

উপকরণ:

১ কাপ ভাত, আধ কাপ চিজ, ২ টেবিল চামচ ময়দা, ২ টি কাঁচালঙ্কা কুচি করে রাখা, ধনে পাতা কুচি, পেঁয়াজকুচি, ক্যাপসিকাম কুচি, স্বাদ মতো নুন ও পাতিলেবুর রস, ৩ টেবিলচামচ পাউরুটির গুড়ো, পরিমাণমতো তেল।

প্রণালী:

কড়াতে তেল দিন, তেল গরম হলে তাতে পেঁয়াজ ও ক্যাপসিকামকুচি দিয়ে দিন। হালকা ভাজা ভাজা হয়ে এলে তাতে ভাত, চিজ, ধনেপাতা, কাঁচালঙ্কা কুচি, নুন ও লেবুর রস দিয়ে দিন। এবার মিশ্রণটি নামিয়ে নিয়ে ঠাণ্ডা হলে হাত দিয়ে মাখুন ও তাতে পাউরুটির গুড়ো দিয়ে দিন। মিশ্রণটিকে বলের আকারে তৈরি করুন। এবার কড়াতে বেশি করে তেল দিয়ে গরম করুন।

এবার তৈরি করে রাখা বল গুলিকে ভালো করে ময়দা মাখিয়ে নিন। দেখবেন যাতে পুরো অংশেই ময়দার প্রলেপ পড়ে, নয়ত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হালকা আঁচে কাটলেটগুলিকে ডিপ ফ্রাই করুন। গাঢ় বাদামী রঙ না হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে কড়া থেকে নামিয়ে ভাল করে তেল ঝড়িয়ে নিন। গরম গরম বিকেলের জল খাবারে চা বা কফির সঙ্গে পরিবেশন করুন।
  lassei       গরমে আরাম পাওয়ার অন্যতম প্রধান উপায় হচ্ছে ঠাণ্ডা পানীয়। এমন পানীয় পান করা উচিত যা দেহকে ঠাণ্ডা করবে ও স্বাস্থ্যও ভালো রাখবে। আর এমন পানীয় হচ্ছে লাচ্ছি।

উপকরণ:
- ৩ কাপ পানি
- প্রতিকাপ পানির জন্য ৩ চা চামচ গুঁড়ো দুধ (এখানে ৯ চা চামচ লাগবে)
- প্রতিকাপ পানির জন্য ২ চা চামচ লেবুর রস (এখানে ৬ চা চামচ লাগবে)
- চিনি আপনি যতোটা মিষ্টি চান
- বরফ কুচি ইচ্ছে মতো
- আইসক্রিম (ইচ্ছা)
- বাদাম কুচি (ইচ্ছা)

পদ্ধতি:
- প্রথমে পানি একটু গরম করে নিয়ে এতে গুঁড়ো দুধ ভালো করে গুলিয়ে নিন। এরপর এতে লেবুর রস দিয়ে অল্প নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৮-১০ মিনিট।
- ৮-১০ মিনিট পর দুধ জমাট বেঁধে গিয়েছে দেখতে পাবেন। এবার একটি ব্লেন্ডারে এই জমাট বাঁধা দুধ, আপনার প্রয়োজন মতো চিনি, অর্ধেকটা পরিমাণে বরফ কুচি এবং বাদাম কুচি দিয়ে ভালো করে ২-৩ বার ব্লেন্ড করে নিন।
- একেবারে শেষের দিকে চিনির স্বাদ বুঝে নিয়ে প্রয়োজনে আরও চিনি দিয়ে ব্লেন্ড করে এতে বরফ কুচি দিন।
- ব্যস, এবার গ্লাসে ঢেলে উপরে ১ স্কুব আইসক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই ছাড়া লাচ্ছি।
* চাইলে বাদামের পরিবর্তে আম, কলা বা পছন্দের ফল কুচি করে যোগ করে নিতে পারেন।