3pounds small red new potatoes (about 24)
kosher salt and black pepper
8slices bacon
1/2cup mayonnaise
1/4cup sour cream
3tablespoons white wine vinegar
চিংড়ি | ২ কাপ | কাঁচামরিচ,কুচি | ১/২ চা চা |
| আদা,বাটা | ১/২ চা চা | পুদিনাপাতা,কুচি | ১ চা. চা |
| মরিচ,বাটা | ১/২ চা চা | ডিম | ১ টি |

| পেঁয়াজ স্লাইস | ১কাপ | মাস্টার্ড সস | ১ চা চা |
| মাখন | ২টে.চা | পাউরুটি | ২স্লাইস |
| পনির, কুরানো | ৫টে.চা | লবণ |
| কচি মোরগ | ১টি | দারচিনি,২সে.মি | ১টুকরা |
| আদা, বাটা | ১/২ চা. চা. | লবঙ্গ | ১টি |
| পেঁয়াজ, বাটা ২ | চা চা | লবণ, স্বাদ অনুযায়ী | |
| হলুদ, বাটা | /৪ চা. চা. | ঘি বা তেল | ১টে.চা |
| এলাচ | ৩টা | পেঁয়াজ, কুচি |
মৌসুম কাঁচা আমের টক, ঝাল অথবা মিষ্টি। সালাদ বা যেভাবে খুশি খেতে পারেন। দেখে নিন রান্নাগুলো।
কাঠফাটা রোদে আইসক্রিম কিনতে বাইরে বের হওয়ার দরকার নেই। ঘরেই বানানো যাবে মজাদার আইসক্রিম। দেখুন নাসরিন আলমের দেওয়া আইসক্রিম তৈরির প্রণালি।
উপকরণ : খাসির মাংস ২ কেজি, পোলাওয়ের চাল ১ কেজি, ঘি ২৫০ গ্রাম, আলু আধা কেজি, পেঁয়াজের বেরেস্তা এক কাপ, দারুচিনি ৮-১০ টুকরো, এলাচ ১০-১২টি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া (দারুচিনি,
নবাবি বিরিয়ানি
রোস্টেড টার্কি উইথ চাইনিজ় গ্রিন ভেজিটেবল
উপকরণ
উপকরণঃ
উপকরণ
যা যা লাগবে :
একটানা ঝাল গরুর মাংশ খেতে খেতে একঘেয়ে লাগলে মজার একটি স্টেক বানিয়ে ফেলুন !!! একদম ইতালিয়ান রেস্টুরেন্ট স্টাইলে !!
দুপুরে বা রাতের খাবারে খুব ঝটপট কিছু বানাতে চাইলে খুব সহজ এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন।
উপকরণ:
অনেকে আছেন হালুয়া খেতে চান কিন্তু সময়ের অভাবে বানাতে পারেন না। তাদের জন্য ঝটপট এই হালুয়ার রেসিপি ।
ঈদ এ পুডিং কম বেশি সবাই করি এবার একটু ভিন্ন ভাবে করে দেখতে পারেন।
সাতকড়া দিয়ে মাংস ভুনা করতে যা লাগবেঃ
উপাদানঃ
ইন্দোনেশিয়ান বালিনিজ চিকেন এর সাথে
পরিবেশন করতে পারেন সিম্পল রাইস অথবা পোলাও আর রাখুন টমেটো পেঁয়াজ দিয়ে
সালাদ। ইজি লাঞ্চ ..টেনসন ফ্রি আপনি!
f উপকরনঃ
উপকরণঃ
বর্ষার এই সময়ে একটু ভিন্ন স্বাদের কিছু খেতে সকলেই এক পায়ে খাড়া। ভাবছেন
কি ধরণের খাবার রাঁধবেন? আজকে জেনে নিন চিকেন খিচুড়ির একটু ভিন্ন স্টাইল।
একেবারেই নতুন স্বাদের এই খাবারটি সকলেরই বেশ পছন্দ হবে।
প্রচণ্ড গরমে স্বস্তি পেতে সকলেই ঠাণ্ডা জাতীয় কিছু খোঁজেন। আইসক্রিম বা
কুলফির গরম থেকে স্বস্তি দিতে জুড়ি নেই। তাই ঘরেই তৈরি করে ফেলুন অত্যন্ত
সুস্বাদু মালাই কুলফি।
আজকের রেসিপি রাইস কাটলেট। আসুন জেনে নেই কিভাবে তৈরি করবেন মজাদার এই রেসিপিটি।
গরমে আরাম পাওয়ার অন্যতম প্রধান উপায় হচ্ছে ঠাণ্ডা পানীয়। এমন পানীয় পান
করা উচিত যা দেহকে ঠাণ্ডা করবে ও স্বাস্থ্যও ভালো রাখবে। আর এমন পানীয়
হচ্ছে লাচ্ছি।Copyright © RECIPES | Powered by bangla recipes