Saturday, June 27, 2015

            ঈদ এ পুডিং কম বেশি সবাই করি এবার একটু ভিন্ন ভাবে করে দেখতে পারেন।
যা যা লাগবে

  • ৩ টা ডিম
  • ৩ টেবিল চামচ কাস্টার সুগার ( গুড়া চিনি )
  • ১ কাপ দুধ +১ কাপ ক্রিম মিক্স করা
  • ১ টা পাউরুটি ব্রাউন সাইড কাটা
  • ৫০ গ্রাম বাটার ১ টেবিল চামচ
  • কিসমিস
  • হাফ চা চামচ ভেনিলা ফ্লেভার
প্রণালি ঃ
  • ওভেন আগে প্রি হিট করে নিন ১৮০ ডিগ্রী তে  একটা বাটিতে ডিম ,কাস্টার সুগার, দুধ আর ক্রিম এর মিশ্রন ,ভেনিলা ফ্লেভার এক সাথে মিশিয়ে নিন।
  • এবার পাউরুটি টোস্ট করে পিস গুলো তে দুই সাইড দিয়ে বাটার লাগিয়ে নিন। এখন একটা ওভেন প্রুফ ডিসে রুটির পিসগুলো এক এক করে ছড়িয়ে দিন। এর উপর কিসমিস  তারপর ডিম এর যে মিশ্রনটা আগে করেছেন সেটা এই রুটির উপর ঢেলে দিন।
  • এখন এইটা বেক করুন ৩০ মিনিট। হয়ে গেলে গরম গরম কিনবা ঠান্ডা করেও খেতে পারেন। এর উপর ক্রিম ও ঢেলে খেতে পারেন। খুব বেশি রিচ হবে কিন্তু মাঝে মাঝে তো খাওয়াই যায় এমন রিচ খাবার। ঈদ এ সব মাফ !!!!recipe ,recipes bangla recipes vegetarian recipes ,healthy recipes,indian recipes http://banglarecipes11.blogspot.com/2015/06/blog-post_5.html

Tagged: , , ,

0 comments:

Post a Comment